বাঁশখালী থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুজিবুর রহমান
চট্টগ্রাম: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে স্বতন্ত্র পদে প্রার্থী হচ্ছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুজিবুর রহমান সিআইপি।
রোববার (২৬ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মুজিবুর রহমান সিআইপি।তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমি বাঁশখালীর মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছি। আমাদের ৩০টি শিল্প প্রতিষ্ঠানের অধীনে বাঁশখালীর লাখ লাখ মানুষের কর্মসংস্থান করেছি।
পুরো বাঁশখালীর মসজিদ, মন্দির ও বিভিন্ন এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। তাছাড়া আমার চাওয়া পাওয়ার কিছু নেই। মানুষের জন্য কাজ করতে চাই। এলাকার মানুষজন আমাকে এমপি হিসেবে দেখতে চায়। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে কোনো বাঁধা নাই বলেছেন। তাই আমি নির্বাচনে অংশ নিবো। নির্বাচিত হলে অবহেলিত বাঁশখালীকে পরিকল্পিতভাবে উন্নয়ন করা হবে।
আরো পড়ুনঃ ৩০০ আসনে ৮০২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে চিঠি