খেলা

বাংলাদেশকে নিয়ে ‘সতর্ক’ পাকিস্তান

চলমান ওয়ানডে বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর থেকেই পরাজয়ের বৃত্তে রয়েছে সাকিবের দল। এমনকি ডাচদের কাছেও লজ্জার পরাজয় বরণ করে বাংলাদেশ। মাঠের পারফরম্যান্সে বর্তমানে সময়টা ভালো না গেলেও বাংলাদশকে নিয়ে বেশ সতর্ক পাকিস্তান।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ দল নিয়ে কথা বলেন পাকিস্তানের প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন। তিনি জানান, বাংলাদেশের একাধিক মানসম্পন্ন ক্রিকেটার রয়েছে। টাইগারদের বিপক্ষে জিততে হলে ভালো খেলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের কোচ বলেন, ‘বিশ্বকাপের প্রতিটি দলই মানসম্পন্ন। আমরা জানি, বাংলাদেশের বিপক্ষে ভালো খেলেই জিততে হবে। ভালো খেললে যেকোনো দলকে হারাতে পারব। আমরা বাংলাদেশকে অনেক সম্মান করি। তাদের অনেক কোয়ালিটি ক্রিকেটার আছে। আমরা বাংলাদেশের মুখোমুখি হতে ভালোভাবে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ দল সম্পর্কে আমাদের ভালো ধারণা রয়েছে। এশিয়া কাপে তাদের বিরুদ্ধে খেলেছি। অতীতেও অনেক খেলেছি। ভেন্যুটা আমাদের জন্য নতুন। সেরাটা দেয়ার লক্ষ্যে আমরা প্রচুর হোমওয়ার্ক করেছি।’

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d