অর্থনীতিচট্টগ্রামজাতীয়

বাংলাদেশের স‌ঙ্গে সরাসরি ফ্লাইট চালু কর‌তে চায় মিয়ানমার

মিয়ানমার-বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহের কথা জানিয়েছে মিয়ানমার।

শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর গুলশানে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎকা‌লে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে এ কথা জানান।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দীর্ঘদিন ধরেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক র‌য়ে‌ছে। প্রতিবেশী এই দুই দেশের মধ্যে রয়েছে ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা। প্রতিবেশী হওয়া সত্ত্বেও দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্যের পরিমাণ খুবই কম। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের তাগিদ দেওয়া হয়।

সভায় মাহবুবুল আলম বলেন, দীর্ঘদিন ধরেই মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য চলে আসছে। একসময় চট্টগ্রাম থেকে নৌ-পথে ইয়াঙ্গুনের সঙ্গে বাণিজ্য সম্পন্ন হতো। কিন্তু বেশ কিছু কারণে বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের হার কিছুটা কমে এসেছে। দুই দেশের সম্ভাবনাময় অনেক খাত থাকলেও সেই সুযোগ আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারছি না। রোহিঙ্গা সমস্যাসহ দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করলে বাণিজ্যিকভাবে উভয় দেশই লাভবান হবে।

এ সময় এফবিসিসিআই’র সহ-সভাপতি শমী কায়সার ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d