খেলা

বাংলাদেশ অনেক ভালো দল, আপনারা তাদের চাপে রাখেন : স্টুয়ার্ট ল

বাংলাদেশকে সিরিজ হারিয়ে চমকে দিয়েছে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিয়ে দশ ধাপ পেছনে থাকা আইসিসির সহযোগী সদস্য দেশ আমেরিকা। দেশটিতে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে স্টুয়ার্ট ল শিষ্যরা। সিরিজ হারলেও বাংলাদেশ দলের প্রশংসা করেছেন এক সময় বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পালন করা এই কোচ।

শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ল বলছিলেন, ‘আসলে বাংলাদেশ এখানে একটা জায়গায় বেশ ভালো করেছে। তারা প্রতি ম্যাচেই শিখেছে। প্রতি ম্যাচেই তারা ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে এসেছে। তারা আজ (গতকাল) হাসান মাহমুদকে খেলিয়েছে। যে সিরিজের আগের দুই ম্যাচে খেলেনি। তার বলে ভালো গতি রয়েছে। সে চেষ্টা করেছে তার গতি কাজে লাগাতে।’

আরও যোগ করেন, ‘এই পিচ কিছুটা ধীরগতির। মুস্তাফিজ প্রথম ওভারেই এসে কাটার করেছে। সফলতাও পেয়েছে। তানজিম (হাসান) সাকিবও চেষ্টা করেছে গতিকে কাজে লাগানোর। কিন্তু এই উইকেটে গতি কাজে লাগানো সহজ নয়। এখানে এটি দরকার নেই। হয়ত অন্য উইকেটে এটা করা যেতে পারে। এখানে যারা কিছুটা ধীরে বল করেছে তারা সফল হয়েছে।’

টাইগার বোলারদের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের এই কোচ বলেন, ‘সাকিব আল হাসান এখনও বিশ্বের অন্যতম সেরা বোলার। সে দারুণ বল করেছে। লেগ স্পিনার যে (রিশাদ হোসেন) সে দারুণ বল করেছে। আমি আসলে বাংলাদেশের লেগ স্পিনারদের খুব একটা ভরসা করি না। তাদের দেশে বেশিরভাগ বাঁহাতি স্পিনার তৈরি হয়। তবে লম্বা ছেলেটি আজ দারুণ করেছে। আমাদের কাজ কঠিন করেছে সে। আমাদেরও ভালো করার সুযোগ ছিল। আমরা সুইপ খেলতে পারতাম। বোলারদের চাপে ফেলতে পারতাম। কিন্তু আমরা সে সুযোগ কাজে লাগাতে পারিনি। আসলে সাইডলাইনে বসে এসব অনেক কথাই বলে ফেলা যায়। সাইডলাইনে বসে সেঞ্চুরি করে ফেলাও তো একদম সহজ কাজ। কিন্তু মাঠে গিয়ে করে দেখানোটা কঠিন। সেখানে দর্শকদের চাপ থাকে, বোলাররা থাকে।’

বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ? এই প্রশ্নের জবাবে ল বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো দল। আপনারা (গণমাধ্যম) তাদের অনেক চাপে রাখেন। এই বিষয়টা আমি ভালোই জানি (হাসি)। তাদের দলে ভালো ক্রিকেট শট খেলার মত ক্রিকেটার আছে। আজ (গতকাল) যে দু’জন ব্যাট করল তারা দারুণ কিছু শট খেলেছে। কিছু বোলার ভালো বল করেছে। ভালো গতি আছে তাদের। আর স্পিন সবসময়ই বাংলাদেশের শক্তির জায়গা। তাদের ভালো একটি দল আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d