জাতীয়

বাংলাদেশ-ইউনেস্কো জাতীয় কমিশনের কর্মশালা

বাংলাদেশ- ইউনেস্কো জাতীয় কমিশনের (বিএনসিইউ) উদ্যোগে এক কর্মশালা বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

“Include Ocean Literacy In School Curricula By 2025 As A Part Of The Education For Sustainable Development” শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। বিএনসিইউ’র ডেপুটি সেক্রেটারি জেনারেল জুবাইদা মান্নানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ব্লু ইকোনোমি সেলের সিনিয়র কনসাল্টেন্ট এস এম জাকির হোসেন।

কর্মশালায় অংশ নেন- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (ব্লু ইকোনোমি সেল) সিনিয়র কনসালটেন্ট এসএম জাকির হোসেন, ঢাবি অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ, বুয়েট অধ্যাপক ড. মো. আতাউর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের (সামুদ্রিক বিষয় ইউনিট) পরিচালক মো. আরাফাত রহমান, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (এনভায়রনমেন্টাল ওশানোগ্রাফি ও ক্লাইমেট বিভাগ) সিনিয়র সাইন্টিফিক অফিসার ও বিভাগীয় প্রধান আবু শরীর মো. আবু-ই-কিবরিয়া, বাংলাদেশ মৎস বিভাগের (টেকসই উপকূলীয় সামুদ্রিক ও মৎস্য প্রকল্প বিভাগ) উপ-প্রকল্প পরিচালক ড. মো. শরীফুল আজম, বনানী হাইড্রোগ্রাফি নৌ-সদর দপ্তরের কমান্ডার মো. ইউসুফ আলী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাইফুল হাসান, ঢাবির সমুদ্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ড. কেএম আজম চৌধুরী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাজমুস সাকিব খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক লে. কমান্ডার শবনম পারভীন স্বপ্না, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বিশেষজ্ঞ মো. মাহমুদুল আমিন ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) গবেষণা কর্মকর্তা শেখ মো. এনামুল কবীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d