বাংলাদেশ ও জাপান অর্থনৈতিক সম্পর্ক চুক্তি করতে যাচ্ছে
শিগগিরই বাংলাদেশ এবং জাপানের মধ্যে যৌথ অর্থনৈতিক সম্পর্ক চুক্তি হতে যাচ্ছে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বানিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং জাপানের রাষ্ট্রদূত যৌথ এই সংবাদ সম্মেলন করেন।
বানিজ্য সচিব বলেন, প্রথমবারের মত জাপানের মত একটি বড় দেশের সাথে যৌথ অর্থনৈতিক সম্পর্ক চুক্তি হতে যাচ্ছে।
এর মধ্য দিয়ে বাংলাদেশ জাপানের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। এছাড়া বাংলাদেশের ১০০ অর্থনৈতিক অঞ্চলে জাপান বিনিয়োগ করতে পারবে এখন থেকে।