বাইডেনের বাসভবনের আকাশসীমায় বিমান!
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পৃথিবীর অন্যতম ক্ষমতাধর ব্যাক্তি। জো বাইডেনের নিরাপত্তার দিকটি নিশ্চিত করাও মার্কিন প্রশাসনের কাছে অতি গুরুত্বপূর্ণ। তবে এবার বিশাল রকমের ত্রুটি দেখা গেল জো বাইডেনের নিরাপত্তায়।
শনিবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ডেলাওয়্যারের নিজের বাসভবনে অবস্থান করছিলেন। সেই সময়ে আচমকাই তার বাড়ির আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে একটি বিমান। কোন রকমের বিপদ ঘটার আগেই বিমানটিকে সরাতে একাধিক ফাইটার জেট নামিয়ে দেয়া হয়। পরে স্থানীয় একটি বিমানবন্দরে নামিয়ে দেয়া হয় আগন্তুক বিমানটিকে। গোটা ঘটনার সময়ে বাড়িতেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ঘটনায় শেষ পর্যন্ত কোনও বিপদের খবর মেলেনি।
বিমানে কে ছিলেন জানা যায়নি। কেনই বা প্রেসিডেন্টের বাসভবনের এলাকায় ঢুকেছিল বিমানটি, সেই প্রশ্নের উত্তরও অজানা। প্রেসিডেন্ট কোন রকমের বিপদের সম্মুখীন না হলেও এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে আমেরিকার সিক্রেট সার্ভিস। মার্কিন বিমান বিভাগের তরফেও ঘটনার তদন্ত চলছে। যদিও বাড়ির আকাশসীমায় বিমান ঢুকলেও বাইডেনের সারাদিনের কাজে কোনও ব্যাঘাত ঘটেনি।