বাঘাইছড়িতে দুইটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে রাঙামাটির বাঘাইছড়িতে দুইটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ মে) দুপুরে সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা এবং রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর।
জানা যায়, দীর্ঘদিন সড়ক নিয়ে বাঘাইছড়ি উপজেলার চৌমুহনী সদর ও মাস্টার পাড়া এলাকার মানুষ দুর্ভোগে ছিলেন। এবার সড়ক নির্মাণে তাদের দুঃখ গুছাবে। এতে অনেক খুশি স্থানীয়রা।
বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন বলেন, সড়ক দুটি নির্মাণে আমার প্রতিশ্রুতি ছিল। পৌরসভার অর্থায়নে সড়ক দুইটি বাস্তবায়নের ফলে মাস্টার পাড়া এলাকার মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটবে।
এসময় বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।