বাজারে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: সিএমপি কমিশনার
ভোগ্যপণ্যের বাজারে গুজব সৃষ্টির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) নগরের দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপির সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সিএমপি কমিশনার বলেন, ‘ব্যবসায়ীরা বলেছেন, গুজবের কারণে বাজারে কৃত্রিম চাহিদা ও সংকট সৃষ্টি হয়। তখন মানুষের এক দিনে এক মাসের বাজার করার প্রবণতা দেখা যায়। এ কারণে বাজারে সপ্তাহ, পনের দিনের জন্য সংকট সৃষ্টি হয়। গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করে আপনারা আমাদের জানাবেন। আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’
তিনি বলেন,‘ব্যবসায়ীরা পণ্য সরবরাহ নিশ্চিতের মাধ্যমে জনগণের সেবা করছেন। কেউ যাতে কৌশলে অধিক মুনাফার জন্য সংকট সৃষ্টি এবং সিন্ডিকেট করে মানুষের ভোগান্তির কারণ না হয় সে ব্যাপারে ব্যবাসায়ী ও পুলিশ যৌথভাবে কাজ করবে।’ বিশ্ব পরিস্থিতি, অভ্যন্তরীণ সংকট বিবেচনায় ব্যবসায়ীরা তাদের লাভের অংশ কমানোর আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
বৈঠকে ব্যবসায়ীরা জানান, বাজারে পণ্যের জোগান নিয়ে যতটা সংকট, তার চেয়ে বেশি সংকট হয় সরবরাহ নিয়ে। ব্যবসায়ীদের মধ্যে অবাধ তথ্যপ্রবাহ থাকলেও উৎপাদনকারীদের মধ্যে সেটার ঘাটতি থাকায় কৃত্রিম সংকট তৈরি হয়।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ, আ স ম মাহতাব উদ্দিন, আব্দুল মান্নান মিয়া ও উপ কমিশনার আব্দুল ওয়ারীশ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার, দোকান মালিক সমিতি, আড়তদার সমিতি, চাল, ডাল ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।