বাজারে বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি
এবার বাজারে ইলেকট্রিক গাড়ি আনছে চীনের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। আগামী কয়েক মাসের মধ্যেই চীনের বাজারে গাড়িটি পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মাতারা।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেইজিংয়ে নিজেদের তৈরি প্রথম ইলেকট্রিক গাড়ি এস-ইউ সেভেন- উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এ সময় শাওমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লেই জুন জানান, বিশ্বের শীর্ষ অটো মেকার প্রতিষ্ঠানগুলোর একটি হওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করছে তারা।
এস-ইউ- সেভেনের দু’টি সংস্করণ বাজারে পাওয়া যাবে। অন্যান্য গাড়ির তুলনায় এটি দাম তুলনামূলক বেশি হওয়ার আভাস দিয়েছেন লেই জুন।