অন্যান্য

বাড়ছে শীত, বাড়ছে শীতের প্রসাধনী বিক্রি

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা আজ সামান্য কমলেও আগামীকাল (২৪ অক্টোবর) এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বর্ষা বিদায় নিয়েছে বেশ কিছুদিন হল। শীতও আসি আসি করছে। দিন দিন কমছে তাপমাত্রা। ইতোমধ্যে পুরোদমে শীত না পড়লেও সারাদেশে রাতের বেলায় শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে রাত থেকে ভোরের দিকে খুব শীত লাগছে। এবছর অন্যান্য বছরের তুলনায় শীত বেশি পড়বে বলে জানা গেছে।

শীতের আগাম সতর্কতা হিসেবে সারা দেশে শীতের প্রসাধনী (লোশন, পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন) বিক্রি বেড়েছে। কারণ শীতকালে সবচেয়ে বেশি যা ভোগায়, তা হল ত্বকের শুষ্কভাব। শীতকালে ত্বক এতটাই শুষ্ক হয়ে যায় যে, প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ত্বক ফেটে রক্তও পড়তে পারে। এই শুষ্কতার হাত থেকে বাঁচাতে বাজারের অনেক কোল্ড ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d