বাড়ি ফিরছেন রাজধানীবাসী
ট্রেনে ঈদ যাত্রার চতুর্থ দিনে ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়ছে। নাড়ির টানে বাড়ি ফিরছেন রাজধানীবাসী।
শনিবার (৬ এপ্রিল) সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। বেশিরভাগ ট্রেনই সময় মতো ছেড়েছে। রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস এক ঘণ্টা বিলম্বে যাত্রা করেছে। কমলাপুর স্টেশন প্রবেশে চেক করা হচ্ছে টিকিট। নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান তৎপরতাও রয়েছে স্টেশনজুড়ে।
যাত্রীরা বলছেন, আগাম টিকেট কিনতে এবার ভোগান্তি না হলেও অনলাইনে দ্রুত টিকেট ফুরিয়ে গেছে। সময়সূচি মতো ট্রেনগুলো যাত্রা করলে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে মনে করছেন তারা। যাত্রীচাপ সামাল দিতে বিশেষ ট্রেনও যুক্ত করেছে রেলওয়ে। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে স্টেশনের গেটে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।