বান্দরবানে কেএনএফের পোশাক পরা যুবকের মরদেহ
বান্দরবানের থানচি উপজেলার সিম্পলাম্পি পাড়া ও তাজিংডং পাহাড়ে যৌথবাহিনীর অভিযান চলাকালে কেএনএফের পোশাক পরা এক যুবকের মরদেহ গেছে।
মৃত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি, তবে পোশাক দেখে তিনি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
বুধবার (২৬ জুন) সকালে মরদেহটি পাওয়া যায়।
মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে থানচি থানায় রাখা হয়েছে। এছাড়া যৌথবাহিনীর সঙ্গে অভিযানে যাওয়া দুজন পোর্টার (পথ প্রদর্শক) মাইন বিস্ফোরণে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।