চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে জেলা পরিষদ চেয়ারম্যান-সদস্যদের পদত্যাগ দাবি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের দাবিতে কার্যালয় ঘেরাও করে তৃতীয়দিনের মত অবস্থান ধর্মঘট করছে বিক্ষুব্ধ জনতা। এর মধ্যে পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের মূল ফটকেও তালা লাগিয়ে দিয়েছে তারা। যদিও এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ও সদস্যদের কেউ অফিসে ছিলেন না। পরে চেয়ারম্যানের বাসভবনে তালা লাগিয়ে কার্যালয়ের সামনে মূল সড়কে অবস্থান ধর্মঘট পালন করছে তারা।

সোমবার (১২ আগস্ট) সকালে বান্দরবান জেলা শহর থেকে লাঠিসোটাসহ মিছিল নিয়ে মেঘলাস্থ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে অবস্থান ধর্মঘট পালন করে বিক্ষুব্ধ জনতা।

ধর্মঘটকারীরা বলছেন, দীর্ঘদিন থেকে বান্দরবানসহ তিন পার্বত্য জেলা পরিষদগুলোতে নির্বাচন না হওয়ায় সেখানে দুর্নীতি, অনিয়ম প্রকট আকার ধারণ করেছে। সাধারণ জনগণ এসব জায়গা থেকে কোনো সেবাই পাচ্ছে না। দীর্ঘদিন থেকে দলীয় চেয়ারম্যান ও সদস্যদের দিয়ে পার্বত্য জেলা পরিষদ পরিচালিত হওয়ায় দুর্নীতি ও অনিয়ম চরম পর্যায়ে পৌঁছে গেছে। অবিলম্বে পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন এবং চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের দাবি জানিয়েছেন আন্দোলনরতরা।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগ করিয়ে নতুন করে পুনর্গঠন না হওয়া পর্যন্ত এ ধর্মঘট কর্মসূচি চলবে।

পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা খুব শিগগিরই এই বিষয়ে সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d