বান্দরবানে শিক্ষার্থীদের সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী প্রচারণা
সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বান্দরবানের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এলাকায় গিয়ে লোকজনকে সচেতন করেছে বৈষম্যবিরোধী সচেতন ছাত্রসমাজ।
রবিবার (১১ আগস্ট) সকালে বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চ চত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ব্যানারে তারুণ্যের জয়যাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছাত্র-ছাত্রীরা মিছিল সহকারে গিয়ে এই সচেতনতা কার্যক্রম চালান।
শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। বান্দরবান শহরের বালাঘাটা, কালাঘাটা, বাসস্টেশন, বাজার এলাকাসহ বিভিন্ন জায়গায় গিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষদের নির্ভয়ে থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
এছাড়া কোন এলাকায় সংখ্যালঘুদের উপর হামলা হলে তাদের দ্রুত জানানোর জন্য বলা হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করার জন্য তিনটি মোবাইল নম্বর দিয়েছেন তারা। এগুলো হলো- ০১৮৫৩-১৩৭২৯৪, ০১৭৮৪-৭৫২৪১৯, ০১৮২৮-৩৩৫৬১০। সেই সাথে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা চেয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে, এখনও পুলিশের কর্মবিরতি চলমান থাকায় শহরের ট্রাফিক মোড়সহ বাজার এলাকায় দমকল বাহিনী, আনসার ও সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। থানা ও ক্যাম্পগুলোতে এখনও কার্যক্রম শুরু হয়নি।