পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ

বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের সোনালী ব্যাংকে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

এসময় ডাকাতরা ব্যাংক থেকে কোটি টাকারও বেশি নিয়ে যায়। একই সঙ্গে ব্যাংকের নিরাপত্তা রক্ষায় ব্যবহার করা ১৪টি আগ্নেয়াস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে অপহরণ করে তারা।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে একদল ডাকাত হামলা চালিয়ে কোটি টাকারও বেশি লুটপাট করে। এসময় তারা ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে পুলিশ ও সেনাসদস্যরা ব্যাংকটি নিয়ন্ত্রণে রেখেছেন।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দিদারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ব্যাংকটিতে ডাকাতির ঘটনায় ১৪টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়েছে। ব্যাংক ম্যানেজারকে অপহরণ করা হয়েছে। তবে ঠিক কী পরিমাণ টাকা লুট হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d