খেলা

বাবরকে নেতৃত্ব ছাড়তে বললেন শোয়েব মালিক

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই পরপর দুই ম্যাচে হার পাকিস্তানের। বাঁচা-মরার লড়াইয়ে আজ কানাডার মুখোমুখি হচ্ছে তারা।

এ ম্যাচে হারলেই বিদায় নেবে আসর থেকে। এর আগে অধিনায়ক বাবর আজমের সমালোচনায় মত্ত শোয়েব মালিক।

ভারতের বিপক্ষে ১২০ রান তাড়া করতে গিয়ে কেবল ১৩ রানেই ফিরে যান বাবর। তা মেনে নিতে পারেননি মালিক। তার মতে, অধিনায়কত্ব বাবরের ব্যাটিংয়ে প্রভাব ফেলছে। তাই তাকে নেতৃত্ব ছাড়তে বললেন তিনি।

মালিক বলেন, ‘আমি লম্বা সময় ধরে বলে আসছি যে, দয়া করে অধিনায়কত্বটা ছেড়ে দাও। তুমি (বাবর) ক্লাস প্লেয়ার এবং বাড়তি দায়িত্ব না থাকলেই কেবল তুমি তোমার ক্লাস দেখাতে পারবে। নেতৃত্ব থেকে দূরে থাকলে, সেটা বাবরের জন্য ভালো হবে। ‘

‘লোকে বাবর-রিজওয়ানের স্ট্রাইকরেট নিয়ে কথা বলে, সেজন্য সায়েম আইয়ুবকে দলে আনা হয়েছে। গতকাল (পরশু) ১২০ রান তাড়া করার ম্যাচ ছিল। সেখানে কেন স্ট্রাইকরেট বাড়ানোর চেষ্টা করতে গেলে। সবদিক থেকেই জয়ের জন্য মঞ্চ তৈরিই ছিল। এমন পরিস্থিতিতে অধিনায়ক ও ব্যাটার হিসেবে যদি তোমার মাথা কাজ না করে, তাহলে কখন করবে। আমি বলতে বাধ্য হচ্ছি যে, টি-টোয়েন্টি ফরম্যাটের এই দলকে সমর্থন করা বন্ধ করতে হবে আমাদের। ‘

রিজওয়ানকে নিয়ে মালিক বলেন, ‘রিজওয়ানের ওই শট খেলার কারণ আমি বুঝে উঠতে পারছি না। তারা তাদের মূল বোলারকে নিয়ে এলো উইকেট নেওয়ার জন্য এবং রিজওয়ান এতো সময় ধরে খেলছে, পিএসএলেও অধিনায়কত্ব করেছে। এমন পরিস্থিতি তার কাছে অচেনা হওয়ার কথা নয়। তাই হাত তুলে তার বলা উচিত ছিল এটা আমার ম্যাচ। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d