খেলা

বার্সাকে হারালে ‘অবিশ্বাস্য’ অঙ্কের বোনাস পাবেন রিয়াল ফুটবলাররা

স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার এল ক্লাসিকো ম্যাচ হতে যাচ্ছে নতুন বছরের শুরুতেই। তাও আবার সেটি স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। আগামীকাল (রোববার) সৌদি আরবের রিয়াদ আল আওয়াল স্টেডিয়ামে ফাইনালের লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে। যেখানে বার্সাকে হারাতে পারলে মোটা অঙ্কের বোনাস ঘোষণা করা হয়েছে রিয়ালের ফুটবলারদের জন্য। বাংলাদেশি মুদ্রায় যা ৪৮ কোটি টাকারও (৪০ লাখ ইউরো) বেশি।

রোমাঞ্চকর এই লড়াইয়ের আগে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে এই ঘোষণা দিয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ বলছে, ট্রফি জিততে পারলে প্রত্যেক খেলোয়াড় পাবেন দেড় লাখ ইউরো (প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা)। মোট ৪০ লাখ ইউরো খেলোয়াড়দের সঙ্গে পাবেন কোচিং স্টাফের সদস্যরাও। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্প্যানিশ ফেডারেশন থেকে তারা যে অর্থ পাবেন, তার প্রায় অর্ধেক এই বোনাস।

গত মৌসুমেও চিরপ্রতিদ্বন্দ্বী দু’দল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল। যেখানে ব্লুগ্রানাররা (বার্সা) ৩-১ গোলে লস ব্লাঙ্কোসদের (রিয়াল) হারিয়ে শিরোপা উৎসব করে। তবে বার্সা-রিয়ালের শেষ দুই এল ক্লাসিকোর লড়াই বেশি উপভোগ করেছেন রিয়াল বস কার্লো আনচেলত্তি। দুটি জয়ের পর এবার রিয়ার হ্যাটট্রিক এল ক্লাসিকো জয়ের লক্ষ্যে নামবে।

একইসঙ্গে রোমাঞ্চকর এই লড়াইয়ের আগে রিয়ালকে ফেভারিট মানতে চান না বার্সা কোচ জাভি হার্নান্দেজ, ‘এটা এল ক্লাসিকো। আমার বিশ্বাস আমাদের সেরা ভার্সনটাই খুঁজে পাব। এক বছর আগে আমার কোচিংয়ে এটা সেরা ম্যাচের একটি ছিল। আজকের বিষয়টি সোজাসাপ্টা, আমাদের ফাইনাল উপভোগ করতে হবে এবং এরপর লড়াইয়ে আমরা জিতব বলে আশাবাদী।’

গত আসরেও সুপার কাপের ফাইনালে রিয়ালকে এগিয়ে রেখেছিলেন অনেকেই। সেবার চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েও সুপার কাপে বার্সেলোনার বিপক্ষে সে অর্থে পাত্তাই পায়নি দলটি। বার্সা জিতেছিল ৩-১ গোলে, তবে সে ম্যাচে আরও অনেক বড় ব্যবধানে জিততে পারতো কাতালানরা। বার্সার হয়ে গোল দিয়েছিলেন গাভি, লেভান্ডফস্কি ও পেদ্রি। তবে এবার তাদের দুইজনকেই দলটি চোটের কারণে পাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d