চট্টগ্রাম

বাসার গ্রিল কেটে চুরি, ল্যাপটপ ও নগদ টাকাসহ গ্রেফতার ‌১

চট্টগ্রামে চান্দগাঁও এলাকায় বাসার গ্রিল কেটে ল্যাপটপ ও নগদ টাকা চুরির মামলায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ মে) রাত ১১ টায় নগরীর বোস্তামী থানাধীন শীতল ঝর্ণা এলাকা থেকে ইমরান হোসেন নামের এক চোরকে গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজার জোহরা ম্যানশনের ৩ নাম্বার ফ্ল্যাটের দরজার তালা ভেঙে ১ টি ল্যাপটপ ও চার্জার, ২টি হাত ঘড়ি, ১ টি বাটন মোবাইল এবং নগদ ২৫,০০০ টাকা চুরি করে চোর।

মামলার তদন্তকারী অফিসার এসআই হৃদয় মাহমুদ লিটন বলেন, চুরির ঘটনার সূত্র ধরে বায়েজীদ বোস্তামী এলাকা থেকে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর তার দেওয়া তথ্যমতে চেয়ারম্যানঘাটা এলাকায় থেকে ঘটনায় চুরি হওয়া ১টি ল্যাপটপ, চার্জার ও নগদ ২৩০০ টাকা উদ্ধার করি।

আসামি ইমরান হোসেনের নামে কোতোয়ালী, পাঁচলাইশ, চকবাজার এবং চান্দগাঁও থানায় মোট ১৪ টি চুরি মামলা আছে বলে জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d