চট্টগ্রাম

বাস-ট্রাক টার্মিনালের জায়গায় গার্মেন্টস, উচ্ছেদ

নগরের কূলগাঁওয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্মাণাধীন বাস–ট্রাক টার্মিনালের জন্য অধিগ্রহণকৃত ৭৭ শতক ভূমি দখলমুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে ‘লয়েল টেক্স লিমিটেড’ নামে একটি গার্মেন্টস এ ভূমি দখলে রেখে তাদের কারখানা স্থাপন করেছিল।

গতকাল (২৪ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গার্মেন্টসটির বিভিন্ন অবকাঠামো উচ্ছেদ করে জায়গাটি দখলমুক্ত করা হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা অভিযানে নেতৃত্ব দেন। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর আজাদীকে জানান, তিনটি বড় ও দুুটি শেড তৈরি করে গার্মেন্টসটি। সেখানে মেশিন, বয়লার কম্প্রেসার, জেনারেটর ও কাপড় রাখা ছিল। একটি শেডে ছিল গার্মেন্টসটির অফিস। অভিযানে শেডগুলো উচ্ছেদ করা হয়।

৩৯ হাজার টাকা জরিমানা : এদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট মণীষা মহাজনের নেতৃত্বে বায়েজিদ ও দুই নম্বর গেইট এলাকায় পরিচালিত অপর অভিযানে রাস্তা এবং ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ১১ জনকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d