রাজনীতি

বিএনপিকে লক্ষ্য করে সুপরিকল্পিত ক্যাম্পেইন শুরু হয়েছে

বিএনপিকে নিয়ে সুপরিকল্পিত চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ১/১১ এর মতো বিএনপিকে লক্ষ্য করে ক্যাম্পেইন শুরু হয়েছে, বিএনপির অবদানকে খাটো করার পরিকল্পিত ক্যাম্পেইন চলছে। এগুলো অন্যায় হচ্ছে, ঠিক নয়। সেজন্য বিএনপির নির্বাচনের দাবি নিয়ে দেওয়া বক্তব্যের সমালোচনা করা হচ্ছে।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি ১৫ বছরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, খালেদা জিয়া ৬ বছর কারাভোগ করেছেন। অনেকে নিহত, গুম, মামলার শিকার।

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যৌক্তিক সময় অবশ্যই বিএনপি অন্তর্বর্তী সরকারকে দেবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচনের কথা বলে এসেছে, সেজন্য এত দিন আন্দোলন হয়েছে, সেজন্য এটা বলবে বিএনপি।

বিএনপির মহাসচিব বলেন, ওয়ান ইলেভেন বিরাজনীতিকরণের চক্রান্ত হয়েছে, তখন দলকে বাতিলের চেষ্টা চলেছে। এখন সেই শংকাও রয়েছে। এজন্য বলা হয়েছে যারা গত সরকারকে সহায়তা করেছে, গণতন্ত্রের বিপক্ষে গেছে তাদের সরকারে দেখতে চায় না। জনগণের মাঝে যেন বিভাজনের সৃষ্টি না হয় সেদিকটি বিবেচনায় নিতে সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d