বিএনপির জন্ম অবৈধভাবে, টিকে আছে মিথ্যার ওপরে প্রধানমন্ত্রী
বিএনপির জন্ম অবৈধভাবে হয়েছে এবং তারা যা বলে তার সবই মিথ্যা বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তারা যা বলে তার সবই মিথ্যা। মিথ্যা কথায় কেউ কান দেবেন না। মিথ্যা কথায় কেউ বিশ্বাস করবেন না।
শুক্রবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী ভারতে জি-২০ সম্মেলনে যোগদান শেষে খালি হাতে ফিরেছেন বলে বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সরকারপ্রধান বলেন, ‘বিএনপির এই অভিযোগের কোনো উত্তর দিতে চাই না। আমি শুধু দেশবাসীকে বলতে চাই, বিএনপির নেতারা মাইক একখান হাতে কীভাবে মিথ্যা কথা বলে সেটা সবাই জেনে নেন। মিথ্যা বলাটা তাদের অভ্যাস, আর সব কিছুকে খাটো করে দেখার চেষ্টা, এই বিষয়ে যেন দেশবাসী সচেতন থাকে। তারা যা বলে তার সবই মিথ্যা। মিথ্যা কথায় কেউ কান দেবেন না। মিথ্যা কথায় কেউ বিশ্বাস করবেন না; দেশবাসীর কাছে এটা আমাদের আহ্বান।’
বিএনপি সম্পর্কে তিনি আরও বলেন, ‘তাদের জন্ম হয়েছে অবৈধভাবে। আর টিকে আছে মিথ্যার ওপরে। তাদের শেকড় তো নেই। তারা মিথ্যার ওপর নির্ভর করে। এটাই করবে। এটা তাদের অভ্যাস।’
গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অধিবেশনে যোগদানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্য সফরে যান তিনি।
দুই দেশে মোট ১৬ দিনের সফর শেষে গত ৪ অক্টোবর দেশে ফেরেন শেখ হাসিনা।