জাতীয়

বিএনপির দ্বিতীয় দিনের অবরোধ, সাভার ও চট্টগ্রামে বাসে আগুন

সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকার সাভারের বলিয়াপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ও চট্টগ্রামে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর রামপুরায় মিছিল করেছে বিএনপি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুরে মধুমতী মডেল টাউনের সামনে পার্ক করা ছিল দূরপাল্লার একটি বাস। সেই বাসে সকাল ৬টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আসনসহ যন্ত্রাংশ পুড়ে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে সকাল আটটায় রাজধানী রামপুরা বিশ্বরোডে অবস্থান নিয়ে পিকেটিং করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় সেখানে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহসম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েল, মহানগর বিএনপি নেতা ভিপি সামছুল ইসলাম শামছু, যুবদল নেতা শাওন, মহানগর উত্তর বিএনপির ফয়েজ আহমেদ ফরু, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি দীপু সরকার, রামপুরা থানা বিএনপির হেলাল কবির, সোহেল রানা, রেজাউল করিম, নিলুফা ইয়াসমিন নীলু, যুবনেতা কফিল উদ্দিন, বিএনপি নেতা তৌহিদ হোসেন, নজরুল ইসলাম, মোহাম্মদ দুলু প্রমুখ।

অবরোধের সমর্থনে রিজভী বলেন, আমাদের আন্দোলন জনগণের আন্দোলন। গনতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের আন্দোলন। হুমকি দিয়ে, গুলি করে হত্যা করে, দমন নিপীড়ন করে এ আন্দোলন দমানো যাবে না। এবার জনগণের অধিকার প্রতিষ্ঠিত করেই বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে। দ্বিতীয় দিনের অবরোধে ঢাকার বাহিরে চট্টগ্রামেও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এদিন সকাল আটটার দিকে চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, পোশাক কারখানার শ্রমিকদের নামিয়ে দিয়ে বাসটি কর্ণফুলী থেকে পটিয়ার দিকে যাচ্ছিল। সামনে অবরোধকারীদের দেখে বাসটি ফিরে আসার চেষ্টা করে। পরে অবরোধকারীরা বাসটি আটকিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। বাসের চালক ও সহকারী দ্রুত নেমে যাওয়ায় প্রাণে বেঁচে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d