রাজনীতি

বিএনপির মহাযাত্রা এখন মরণ যাত্রা হয়ে গেছে: কাদের

বিএনপির মহাযাত্রা এখন মরণ যাত্রা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এখন চলছে সেমিফাইনাল, নির্বাচনে হবে আসল ফাইনাল।

শনিবার রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার প্রথম টানেল উদ্বোধন করে এসেছেন। আজ যারা সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে খেলা হবে। পুলিশের গায়ে যারা হাত তুলেছে তাদের বিরুদ্ধে খেলা হবে।

তিনি বলেন, মির্জা ফখরুলরা মুখে শান্তির কথা বললেও তাদের অন্তের বিষ।তারা আসলে সন্ত্রাসী দল। তাদের পুরনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে। শেখ হাসিনা মানুষের চিন্তায় আজকে দুপুরেও খেতে পারেননি। এইসব বাড়াবাড়ি, নোংরামি যারা করেছে বাংলার মাটিতে তাদের বিচার হবে। প্রধান বিচারপতির বাড়িতে যারা হামলা করেছে তাদের কোনো ছাড় নেই।

বিএনপির নৈরাজ্যের হরতাল কেউ মানবে না মন্তব্য করে কাদের বলেন, তাদের হরতালের অস্ত্র ভোতা হয়ে গেছে। ভোতা অস্ত্রে কাজ হবে না।

এসময় কাদের জানান, রোববার মহানগর, জেলা, উপজেলাসহ সারা বাংলাদেশে শান্তির সমাবেশ করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ রক্তপাতের বিরুদ্ধে। নির্বাচনের আগে ও পরে আওয়ামী লীগ শান্তি চায়। সামনে এই সন্ত্রাসীদের সাথে খেলা হবে। এই সন্ত্রাসী নোংরামিকারীদের চরিত্র যা, তারা আজকে তাই-ই করেছে। এদের আর ক্ষমা করা যায় না। তারা এতো বড় বড় কথা এখন তারা অলিতে-গলিতে পালিয়েছে। কাল থেকে আর কোনো পশ্চিমা কাউকে তারা পাবে না। দুর্বলের সাথে কেউ থাকে না। নেতারাও পালায়, কর্মীরাও পালায়। আওয়ামী লীগ আছে থাকবে। শেখ হাসিনার কর্মীরা পালায় না, তারা আছে, থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d