জাতীয়

বিএনপির সহিংসতার কথা শুনে স্তব্ধ হয়ে গেছেন কূটনীতিকরা

বিএনপির সহিংসতার কথা শুনে স্তব্ধ হয়ে গেছেন কূটনীতিকরা। তাদের কোনো প্রশ্ন ছিলো না, শুধু শুনে গেছেন। লিখিতভাবে ও ভিডিও ফুটেজের লিংকও তাদেরকে দেয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশিদের কাছে সরকারের অবস্থান তুলে ধরতে সোমবার (৩০ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করা হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ২৮ অক্টোবরের বিএনপির সহিংসতা, জ্বালাও পোড়াও, প্রধান বিচারপতির বাসায় হামলা এবং পুলিশ সদস্য হত্যাসহ তাণ্ডবের দৃশ্য বিদেশি কূটনীতিকদের দেখানো হয়েছে। এই ভিডিও ফুটেজগুলো গণমাধ্যম থেকেই পাওয়া, গণমাধ্যমকর্মীরাও যে আক্রান্ত হয়েছেন; সেটাও দেখানো হয়েছে তাদেরকে। এগুলো দেখে স্তব্ধ হয়ে গেছেন কূটনীতিকরা।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র সচিব, মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d