চট্টগ্রামচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিএনপি-জামায়াতের হরতালে চবির ৫ বিভাগের পরীক্ষা স্থগিত

সারাদেশব্যাপী বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা হরতালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এজন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কোনো বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যায়নি। এছাড়া জটিলতা দেখা দিয়েছে প্রশাসনিক কার্যক্রমে।

হরতালের কারণে পরীক্ষা স্থগিতের বিষয়টি বিভিন্ন বিভাগের পরীক্ষা কমিটির ওপর ছেড়ে দিয়েছে প্রশাসন তবে পরীক্ষা স্থগিতের বিষয়ে বিশ্ববিদ্যালয় কোনো ঘোষণা দেয়নি।

এদিকে, রোববার (২৯ অক্টোবর) সকাল দশটা পর্যন্ত পাঁচটি বিভাগের বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করার খবর পাওয়া গেছে। বিভাগগুলো হল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাজনীতিবিজ্ঞান, সমাজতত্ত্ব, ইসলামিক স্টাডিজ ও আরবি।

অন্যদিকে, বাস চলাচল না করলে শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম মাধ্যম শাটল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রেনটি নগরের বটতলী থেকে ক্যাম্পাস অভিমুখে দিনে সাতবার যাওয়া–আসা করে। এতে দৈনিক ১০ হাজার শিক্ষার্থী যাতায়াত করেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ আজ রোববার সকালে বলেন, বিশ্ববিদ্যালয় অফিশিয়ালি বন্ধ হয়নি, তবে স্থবির রয়েছে। পরীক্ষা আর ক্লাস হবে কি না, এটা বিভাগ আলাদাভাবে সিদ্ধান্ত নেবে।

পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমীর মোহাম্মদ মুছা বলেন, বিভাগের সভাপতি, হরতালের কারণে বাস না চলাচল করায় ছাত্র-শিক্ষক অনেকেই ক্যাম্পাসে আসতে পারেনি। প্রশাসনের উচ্চপদস্থ অনেক কর্মকর্তাও ক্যাম্পাসে আসতে পারেনি। তাই পরীক্ষা নেওয়াও সম্ভব হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d