বিকল্প পথে পণ্য যাবে সেন্টমার্টিন
মিয়ানমারে সংঘাতের কারণে বৃহস্পতিবার (১৩ জুন) থেকে বিকল্প পথ কক্সবাজার থেকে বঙ্গোপসাগর হয়ে ট্রলারে করে পণ্য যাবে সেন্টমার্টিন। এছাড়া টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে নতুন চ্যানেলে কোস্টগার্ডের নিরাপত্তায় সীমিত সংখ্যক যাত্রী আসা-যাওয়া করবে।
বুধবার (১২ জুন) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে।
মিয়ানমারের একের পর এক গুলিবর্ষণের ঘটনায় টানা ৭ দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে বন্ধ রয়েছে সার্ভিস ট্রলারসহ নৌযান চলাচল। যার কারণে কোনোভাবেই টেকনাফ থেকে পাঠানো যাচ্ছে না নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। একই সঙ্গে অসুস্থ অনেক রোগীকে সেন্টমার্টিন থেকে পাঠানো যাচ্ছে না টেকনাফে।
এ কারণেই বিকল্প পথ কক্সবাজার থেকে বঙ্গোপসাগর হয়ে ট্রলারে করে সেন্টমার্টিনে পণ্য পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরাও কোস্টগার্ডের নিরাপত্তায় টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে নতুন চ্যানেলে আসা-যাওয়া করতে পারবে।
প্রবাল দ্বীপ সেন্টমার্টিন একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখনে বন্দি হয়ে আছেন ১০ হাজারের বেশি বাসিন্দা। মিয়ানমারের একের পর এক গুলিবর্ষণের ঘটনায় যেতে পারছেন না কোথাও। দ্বীপের পাড়ে নোঙর করা রয়েছে ট্রলার ও স্পিড বোট। অনেকটাই মাঝ সাগরে দ্বীপে বন্দিদশায় দিন পার করছেন বাসিন্দারা। ফুরিয়ে আসছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।