বিনা টিকিটে যাত্রী তুলে টাকা আদায়, দুই ট্রেনে ক্যাটারিং প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত
সার্ভিসে থাকা কর্মীরা বিনা টিকিটের যাত্রী তুলে টাকা আদায় করায় দুই ট্রেনের দায়িত্বপ্রাপ্ত ক্যাটারিং প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার মহানগর গোধূলী ও তূর্ণা এক্সপ্রেস ট্রেনে ক্যাটারিং প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত মেসার্স প্রগতি ক্যাটারার্সের কার্যক্রম স্থগিত করে আদেশ জারি করে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের কার্যালয়।
প্রগতি ক্যাটারার্সের ম্যানেজিং পার্টনার মানিক খানকে দেয়া এই অফিস আদেশে স্বাক্ষর করেন এসিস্ট্যান্ট চিফ কমার্শিয়াল ম্যানেজার আবু বকর সিদ্দিকী। আদেশে বলা হয়- ‘আপনার প্রতিষ্ঠানের নিয়োজিত বেয়ারাগণ বিনা টিকিটের যাত্রী বহন করে টাকা নিচ্ছে মর্মে কয়েকটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। বিনা টিকিটের যাত্রী পরিবহন না করার সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্বেও তা প্রতিপালনে আপনার প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে।’
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মহানগর গোধূলী ও তূর্ণা এক্সপ্রেস ট্রেনে প্রগতি ক্যাটারার্সের সকল কার্যক্রম স্থগিত থাকবে জানিয়ে আদেশে আরও বলা হয়- চুক্তির শর্ত মোতাবেক সার্ভিস পরিচালনা না করা এবং নির্দেশনা পালনে ব্যর্থতার কারণে ২৯ আগস্ট থেকে আপনার প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত থাকবে।