খেলা

বিপিএলকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন শরীফুল

এই মুহূর্তে বাংলাদেশের দুই সেরা পেসার তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। যদিও ইনজুরির কারণে তাসকিন আহমেদ বিশ্বকাপের পর থেকে দলের বাইরে। তবে এ বছরের জুনে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে চান দুজন। আর সে জন্য বিপিএলকে সবচাইতে বড় মঞ্চ হিসেবে দেখছেন তাসকিন এবং শরীফুল। বিপিএলের জন্য এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে দল গুলো।

গতকাল দুরন্ত ঢাকার অনুশীলনে যোগ দিয়েছেন শরীফুল। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ঘাম ঝরান তিনি। এমনিতে দারুণ ছন্দেই আছেন শরীফুল। গত বছরটা তার কেটেছে দুর্দান্ত। তিন সংস্করণ মিলিয়ে ৫০ উইকেট শিকারি একমাত্র বোলার ছিলেন তিনি বালাদেশের। নিয়েছেন ৫২ উইকেট। বিশেষ করে গত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ও পরে নিউজিল্যান্ডে সীমিত ওভারের সিরিজে বোলিংয়ের কারুকাজ ও পরিণত মানসিকতা দিয়ে মুগ্ধতা ছড়ান তিনি। এই বছর সূচিতে ১৪টি টেস্ট ম্যাচ আছে বাংলাদেশের। অন্যান্য সংস্করণে ম্যাচতো আছেই। বছরের সবচেয়ে বড় বৈশ্বিক আসর আছে আগামী জুনে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি–টোয়েন্টি বিশ্বকাপ।

সেই বিশ্বকাপ ভাবনায় রেখেই বিপিএল রাঙাতে চান তিনি। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই পেসার বলেন, গত বছরের ফর্মকে সঙ্গী করেই বিপিএলে নতুন কিছু করার তাগিদ আছে তার। গত বছর খুব ভালো গেছে। বিশেষ করে সবশেষ ৬–৭ মাস। বিপিএলে আসছে। নতুন বছরে বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরব। চেষ্টা থাকবে সেই ফর্ম ধরে রাখার। চেষ্টা করব যতটুকু ফিট থেকে খেলা যায়। সামনে অনেক খেলা আছে দেশের হয়ে। এটাই আমার মূল লক্ষ্য। যেহেতু সামনে টি–টোয়েন্টি বিশ্বকাপ তাই বিপিএল সে টুর্নামেন্টের প্রস্তুতিতে বড় ভুমিকা রাখবে। সবাই চাইবে নিজের সেরাটা দিয়ে পারফর্ম করার এবং নতুন কিছু করার। বিপিএলে ঢাকার হয়ে জুটি গড়বেন তাসকিন আহমেদের সঙ্গে। এই দেশের বাস্তবতায় দারুণ আকর্ষণীয় বোলিং জুটি। কিন্তু সমস্যা হলো, ঢাকা দলে এরকম ভালো রসদ খুব বেশি আর নেই। কাগজ–কলমে শক্তি–সামর্থ্যে টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দলের একটি ঢাকা। শরীফুল অবশ্য আশা হারাচ্ছেন না। আপাতত প্লে অফ খেলার লক্ষ্য তাদের। সেটি পূরণে দেশের ক্রিকেটারদের দায়িত্বই বেশি দেখছেন শরিফুল। তিনি বলেন আমাদের যা আছে সেটা নিয়েই লড়াই করতে হবে । চেষ্টা করব এই দল নিয়েই ভালো কিছু করার। প্রথমত আমাদের লক্ষ্য থাকবে চারে ওঠার। সেখানে থাকতে পারলে ফাইনালের চিন্তা করব। তবে আমাদের যে দল তাতে আমি আছি, তাসকিন ভাই আছেন, ইরফান শুক্কুর ভাই, মোসাদ্দেক হোসেন, সাইফ হাসান, নাঈম শেখ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d