জাতীয়

বিমানে ঢাকায় এসেছেন সিলেট বিএনপির নেতাকর্মীরা

ঢাকার প্রবেশমুখে তল্লাশিচৌকি, বাধা, আটক অভিযানের মধ্যেই রাজধানীতে বিএনপি মহাসমাবেশ করছে। বিভিন্ন জেলা থেকে এসে ঢাকায় অবস্থান করা নেতা-কর্মীরা শনিবার (২৮ অক্টোবর) ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন।সমাবেশে যোগ দিতে সড়ক, রেল ও আকাশপথে সিলেটের কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন।

জানা গেছে, গত দুই-তিন দিন থেকে বিভিন্ন কৌশলে ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী। তাদের বেশির ভাগ নেতা-কর্মী দলবদ্ধভাবে ঢাকার উদ্দেশে রওনা না হয়ে বিচ্ছিন্নভাবে সিলেট ত্যাগ করেন।

এদিকে শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে ফ্লাইটে করে সিলেট জেলা ও মহানগর বিএনপির শতাধিক নেতা-কর্মী সিলেট থেকে ঢাকা পৌঁছান। এর মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকী, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক ও সাধারণ সম্পাদক মীর্জা সম্রাট, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালসহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকী বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্তির সংগ্রামের ডাক দিয়েছেন। সবাই যার যার মতো করে বিভিন্ন কৌশলে ঢাকায় এসেছেন।

সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম জানিয়েছেন, গত কয়েক দিন বাসের টিকিট অন্যান্য দিনের চেয়ে বেশি বিক্রি হয়েছে। প্রতিটি বাসে যাত্রী ভর্তি ছিল।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপির অন্তত ১০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d