বিশ্বকাপে সেঞ্চুরির পর র্যাঙ্কিংয়ে এগিয়ে মাহমুদুল্লাহ
ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের অবিশ্বাস্য সেঞ্চুরির পরও হার এড়াতে পারেনি বাংলাদেশ।প্রোটিয়াদের দেওয়া ৩৮৩ রানের বিশাল টার্গেট তাড়ায় টাইগাররা অলআউট হয়ে যায় ২৩৩ রানে। এতে ১৪৯ রানের হার নিয়ে মাঠ ছাড়ে সাকিব বাহিনী।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনবদ্য সেঞ্চুরি করার পর সুখবর পেয়েছেন সাইলেন্ট কিলার রিয়াদ। আইসিসির সবশেষ হালনাগাদকৃত ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার।
সেঞ্চুরির পর মাহমুদুল্লাহ র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে এসেছেন ৫২ নম্বরে। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে বাবর আজম ও শুভমান গিলের লড়াইটা বেশ জমে উঠেছে। বাবরকে টপকে যেতে গিলের প্রয়োজন মাত্র ৭টি রেটিং পয়েন্ট।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর ক্যারিয়ার–সেরা অবস্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেন। এখন তিনি উঠে এসেছেন ক্যারিয়ার–সেরা চতুর্থ স্থানে। ইংল্যান্ডের সঙ্গে ৬৭ বলে ১০৯ রানের পর বাংলাদেশের বিপক্ষে ৯০ রান করে সাত ধাপ এগিয়েছেন তিনি।
ক্লাসেনের ঠিক ওপরে আছেন কুইন্টন ডি কক। বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকান ওপেনার এখন পর্যন্ত বিশ্বকাপে ৫ ইনিংস খেলে করেছেন ৩টি সেঞ্চুরি।