জাতীয়

বিশ্বনাথে একদিনে পিয়াজের দাম দ্বিগুণ!

সিলেটের বিশ্বনাথে ২৪ ঘণ্টার ব্যবধানে পিয়াজের দাম দ্বিগুণ হয়েছে। গত দিন যে পিয়াজ খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হয়েছে ৬০ টাকা, রবিবার বিকেলে সেটির দাম হয়েছে ১২০ টাকা।

রবিবার বিশ্বনাথ পৌর শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। হরতালের আগের দিন থেকে পিয়াজের দাম বৃদ্ধি। পিয়াজ সিন্ডিকেটের কারসাজি বলে অভিযোগ তুলেছেন ক্রেতারা।

পৌরশহরে পিয়াজ কিনতে আসা ক্রেতা জাহিদ হাসান আজাদ বলেন, গতকালও (শনিবার) যে পিয়াজ কিনেছি ৬০-৭০ টাকা কেজিতে, আজ (রবিবার) গিয়ে দেখি তা ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ধারাবাহিক বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় অসাধু ব্যবসায়ীরা ক্রেতাদের পকেট কেটে অবৈধ মুনাফা করছে।
ব্যবসায়ীরা জানান, বাজারে পর্যাপ্ত পিয়াজ না থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। আমাদের বেশি দামে কিনে স্বল্প মুনাফায় বিক্রি করতে হচ্ছে।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, বিষয়টি আমি জেনেছি। বাজার পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d