জাতীয়

বিশ্বমানের এলজি টিভি তৈরি করবে র‍্যানকন ইলেকট্রনিক্স

এবার দেশে টেলিভিশন শিল্পে যোগ হলো আর একটি নতুন অধ্যায়। টেলিভিশন উৎপাদনে র‍্যানকন ইলেকট্রনিক্স লিমিটেডের সঙ্গে ফ্যাক্টরি উদ্বোধন করলো এলজি ইলেক্ট্রনিক্স।

এখন থেকে এলজি ব্র্যান্ডের সব লেটেস্ট মডেলের স্মার্ট টেলিভিশন উৎপাদন হবে গাজীপুরে সাত লাখ স্কয়ার ফিট জায়গাজুড়ে গঠিত র‍্যানকন ইন্ডাস্ট্রিয়াল পার্কে।

টেলিভিশন উৎপাদনে এরই মধ্যে র‍্যানকন ইলেকট্রনিক্স লিমিটেড তাদের সক্ষমতা প্রমাণ করেছে। প্রতিষ্ঠানটির রয়েছে অত্যাধুনিক টিভি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। দেশে স্মার্ট টেলিভিশনের বাজারও বড় হচ্ছে। গত ১১ বছর ধরে ওলেড টেলিভিশনের ক্ষেত্রে এলজি সারা বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। দক্ষিণ কোরিয়াভিত্তিক এলজি কোম্পানির বিভিন্ন আকারের ও মডেলের টেলিভিশন বাজারজাত করবে র‍্যানকন ইলেকট্রনিক্স। জানা গেছে, প্রতিষ্ঠানটি দেশের বাজারে বছরে প্রায় এক লাখ গ্রাহক চাহিদা মেটাতে সক্ষম হবে।

অনুষ্ঠানে র‍্যানকন ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গ্রুপ এমডি রোমো রউফ চৌধুরী, এমডি ফারহানা করিম, বিভাগীয় পরিচালক ইমরান জামান ও নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান।

এলজি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- আঞ্চলিক সিইও জা সেউং কিম, সিঙ্গাপুরের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) সুংহো চুন ও বাংলাদেশের এমডি পিটার কো।

অনুষ্ঠানে র‍্যানকন ইলেকট্রনিক্স লিমিটেডের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী বলেন, আমরা সাশ্রয়ী মূল্যে এবং দেশব্যাপী সেবার মাধ্যমে এলজি ব্র্যান্ডটিকে বাংলাদেশের জনগণের মাঝে পৌঁছে দিতে চাই।

এলজি ইলেকট্রনিক্সের আঞ্চলিক সিইও জা সেউং কিম বলেন, বাংলাদেশ মার্কেট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং প্রতিটি ঘরে ঘরে বিশ্বসেরা প্রযুক্তি পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d