খেলা

বিসিবির বার্তা, দ্বিতীয় টেস্টে থাকছেন সাকিব

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পরও সাকিব আল হাসানকে নিয়ে দ্বিধাবিভক্ত ম্যানেজমেন্ট। তবে সাকিব দলে আছেন এবং দ্বিতীয় টেস্টে খেলবেন এটাই এখন পর্যন্ত সিদ্ধান্ত।

রাওয়ালপিন্ডি টেস্টে খেলার সময়ই ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি হত্যা মামলা হয়। তবে এনিয়ে বোর্ডে কোনো আইনি নোটিশ যায়নি। তাই শুক্রবার দ্বিতীয় টেস্টে সকিব খেলছেন এটা প্রায় নিশ্চিত।

যদিও এখন পর্যন্ত বিসিবি কিংবা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সাকিবের খেলার ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। গত শনিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, প্রথম টেস্ট শেষে সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

সাকিবকে নিয়ে যখন তোলপার সেই খারাপ সময়ে সতীর্থদের পাশে পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, দীর্ঘদিনের সতীর্থ মুশফিক সামাজিকমাধ্যমে সমর্থন জানিয়েছেন সাকিবকে। ফেসবুকে পোস্ট করে পাশে থাকার কথা জানিয়েছেন শরিফুল, এনামুল হক বিজয়, রুবেল হোসেনরা।

যে কোনো সমস্যায় সাকিবের গুরু নাজমুল আবেদিন ফাহিম। সাকিব মানসিকভাবে অনেক শক্ত। এমনটাই অভিমত তার। তিনি বলেন, মানসিকভাবে শক্ত সেটা বলবো না। আমি বলবো, টপ অ্যাথলেট যারা, যেকোনো স্পোর্টস বা যেকোনো দেশেরই হোক তারা যখন মাঠে নামে তখন মনে হয় না তারা নেগেটিভ প্যাকেজগুলো নিয়ে মাঠে নামে। তারা কেবল খেলার কথাই ভাবে। ওভাবেই কিন্তু তারা নিজেদেরকে তৈরি করে। যেন অন্য কোনো চিন্তা আদৌ না আসতে পারে।

সোমবারই বিসিবি জানিয়েছে, সাকিবকে দেশে ফিরিয়ে আনার কোনো নোটিশ হাতে আসেনি। তাই পাকিস্তানে টিম ম্যানেজমেন্টের কাছেও তাই সাকিবের ব্যাপারে বিশেষ কোনো নির্দেশনা যায়নি। সাকিব দলে আছেন এবং ৩০ আগস্ট শুরু দ্বিতীয় টেস্টে খেলবেন এটাই এখন পর্যন্ত সিদ্ধান্ত।

সব মিলিয়ে, শীর্ষ পর্যায় থেকে সাকিব পেয়েছেন দুশ্চিন্তামুক্ত থাকার বার্তা। তেমনি সাকিবও বিসিবিকে আশ্বস্ত করেছেন, মামলার বিষয়টি তার খেলায় কোনো প্রভাব ফেলবে না। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে ইসলামাবাদ ক্লাব মাঠের অনুশীলনে দলের সঙ্গে থাকছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d