বৃষ্টিতে ‘ভাসল’ দুর্যোগ প্রতিমন্ত্রীর জনসভা
থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূইয়া বলেন, ‘গাজীরচট স্কুলে আজ বিকাল ৩টায় প্রোগ্রাম ছিলো। মন্ত্রী মহোদয় প্রধান অতিথি ছিলেন আর আমরাই আয়োজক ছিলাম। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে এটি স্থগিত করা হয়েছে। মাঠে হাটু পানি, আর পানি নামারও সুযোগ নাই। পানি নিষ্কাশনের তো জায়গাই নাই। বৃষ্টিতে আমাদের এলাকায় বাড়ি বাড়ি পানি ঢুকছে।’
সাভারের আশুলিয়ায় জলাবদ্ধতার কারণে ত্রাণ প্রতিমন্ত্রীর পূর্ব নির্ধারিত এক জনসভা পণ্ড হয়ে গেছে।
আশুলিয়ার গাজীরচট এলাকার আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শুক্রবার জুম্মার নামাজ শেষে বেলা ৩টার দিকে এ জনসভা হওয়ার কথা ছিল।
এ জনসভায় প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল স্থানীয় সংসদ সদস্য এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ডা. এনামুর রহমানের।
জনসভার আয়োজক ধামসোনা ইউনিয়ন যুবলীগ ও আশুলিয়া থানা যুবলীগ সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানায়, বৈরী আবহাওয়া ও সভাস্থলে জলাবদ্ধতার কারণে জনসভা এবং নির্বাচনি পথসভাটি বাতিল করা হয়েছে।
পানিতে টইটুম্বুর সভাস্থলের প্যান্ডেলসহ ছবি দিয়ে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূইয়া। এ ছাড়া থানা যুবলীগের অন্যান্য ইউনিটের নেতারাও একই পোস্ট করেন।
থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূইয়া বলেন, ‘গাজীরচট স্কুলে বেলাা ৩টায় প্রোগ্রাম ছিল। মন্ত্রী মহোদয় প্রধান অতিথি ছিলেন আর আমরাই আয়োজক ছিলাম। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এটি স্থগিত করা হয়েছে। মাঠে হাটু পানি, আর পানি নামারও সুযোগ নাই। পানি নিষ্কাশনের তো জায়গাই নাই। বৃষ্টিতে আমাদের এলাকায় বাড়ি বাড়ি পানি ঢুকছে।’
তবে নিজ আসনে জলাবদ্ধতার কারণে মন্ত্রীর সমাবেশ স্থগিত হয়ে যাওয়াটা স্থানীয় অনেকেই ভালো চোখে দেখছেন না। মন্ত্রী তার এলাকায় জলাবদ্ধতা নিরসনে কোনো কাজ করেননি এমন অভিযোগ সাধারণ মানুষের। নাম প্রকাশে অনিচ্ছুক গাজীরচট এলাকার একাধিক বাসিন্দা এ কারণে ক্ষোভ প্রকাশ করেন।
একজন বলেন, ‘আমাদের এলাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই পানি জমে যায়। গত ২৪ ঘন্টায় বৃষ্টির কারণে এলাকার অধিকাংশ রাস্তা তলিয়ে গেছে। অলিগলি ও অনেক বাসাবাড়িতে পানি উঠেছে। শুনেছি আজ গাজীরচট স্কুলে মন্ত্রীর প্রোগ্রাম ছিলো। বৃষ্টির কারণে মাঠে হাটু পানি জমে থাকার কারণে প্রোগ্রাম ক্যানসেল হইছে। শুধু জলাবদ্ধতার কারণেই আজ মন্ত্রীর প্রোগ্রামটা হলো না। বিষয়টা মোটেই ভালো দেখায়নি।’
সাধারণ মানুষের এমন অভিযোগের প্রেক্ষিতে যুবলীগ নেতা মইনুল বলেন, ‘বৃষ্টি হলেতো কিছু করার নাই, তাই না।’
গাজীরচট স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য এনামুল হক মুন্সি বলেন, ‘দীর্ঘদিন যাবত জলাবদ্ধতার কারণে গাজীরচট, ইউনিক ও জামগড়া এলাকার মানুষ ভুগছে । আমার স্কুলের শিক্ষার্থীরা প্রতিনিয়ত এ সমস্যার মধ্য দিয়েই স্কুলে যাতায়াত করে আসছে।’
এ বিষয়ে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘কালকের বৃষ্টির কারণে স্কুলের মাঠে করা প্যান্ডেল ছিড়ে গেছে। এছাড়াও মাঠে পানি জমে তলিয়ে যাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করে পরবর্তী সময়ে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’