আন্তর্জাতিক

বেইজিংয়ে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অন্তত ৫০০

তীব্র তুষারঝড় ও বৈরি আবহাওয়ায় চীনের রাজধানী বেইজিংয়ের দুটি সাবওয়ে ট্রেনের সংঘর্ষে ৫ শতাধিক যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না ডেইলির বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।

কর্তৃপক্ষ জানায়, চ্যাংপিং জেলায় সাবওয়েতে দুই মেট্রো ট্রেনের মধ্যে এই সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ১০২ জনের শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে গেছে বলে জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, তীব্র তুষারঝড়ের কারণে সাবওয়ের সিগন্যাল ব্যবস্থা অস্পষ্ট হয়ে পড়ে। এর ফলে একটি ট্রেন হঠাৎ ব্রেক করতে বাধ্য হয়। ওই সময় আরেকটি ট্রেন একই লাইন দিয়ে আসছিল। কিন্তু লাইন পিচ্ছিল হয়ে যাওয়ায় ওই ট্রেনটি সময়মতো ব্রেক করতে পারেনি।

ফলে এটি পেছন থেকে থেমে থাকা ট্রেনটিতে সজোরে ধাক্কা দেয়। এ সময় লাইনচ্যুত হয়ে পড়ে বেশ কয়েকটি বগি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রেনের জানালে ভেঙ্গে উদ্ধার করা হচ্ছে আহতদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d