জাতীয়

বেসিসের নির্বাচনে লড়ছেন লুৎফি হায়দার চৌধুরী

তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডফিনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লুৎফি হায়দার চৌধুরী।

এবারের নির্বাচনে ‘টিম স্মার্ট’ থেকে অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে লড়ছেন তিনি।

লুৎফি হায়দার চৌধুরী জানান, নির্বাচনে জয়ী হলে আইটিইএস সেবা, ডোমেইনের নির্দিষ্ট পলিসি, বাজার সুরক্ষা ও সম্প্রসারণ নিয়ে কাজ করবেন তিনি। দেশের প্রতিটি ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি সেবার ব্যবহার ও চাহিদা বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, একজন পরিচালকের পক্ষে ব্যবসার সব সমস্যা বুঝে ওঠা ও সমাধান করা সম্ভব নয়। নির্বাচিত হলে যোগ্য ও কাজ করতে আগ্রহীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d