বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে কর্মচারীর মৃত্যু
রাঙামাটিতে বৈদ্যুতিক খুঁটি থেকে পরে মো. আইয়ুব হেলাল (৩৫) নামে বিদ্যুৎ বিভাগের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে শহরের চম্পকনগর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আইয়ুব রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের সাহায্যকারী পোস্টে কর্মরত ছিলেন। হেলাল বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত হিসাব রক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুসের ছেলে।
জানা গেছে, ভোর থেকে চম্পকনগর এলাকায় বিদ্যুৎ না ছিল না। সকাল সাড়ে আটটার দিকে বিদ্যুৎ বিতরন থেকে একটি টিম ট্রান্সফর্মারে কাজ করে বিদ্যুৎ সরবরাহ লাইন স্বাভাবিক করতে আসে। তখন লাইনটি ঠিক করতে হেলাল উদ্দিন বৈদ্যুতিক খুঁটিতে উঠে। তার কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে পড়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এলাকাবাসী ধারণা করছেন তিনি বৈদ্যুতিক শর্টের কারণে খুঁটি থেকে পড়ে যায়।
রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন জানান, বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে গিয়ে আমাদের একজনের সাহায্যকারীর মৃত্যু হয়েছে। খুঁটি থেকে পড়ে যাওয়ার পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা এই বিষয়ে একটা তদন্ত কমিটি গঠনের জন্য প্রধান প্রকৌশলী বরাবর লিখছি। তদন্ত কমিটিই তদন্ত শেষে বলতে পারবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে। সে অনুসারে আমরা ব্যবস্থা নিব।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, আমাদের টিম হাসপাতালে আছে। পরিবারের সাথে কথা বলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।