চট্টগ্রাম

বোয়ালখালীতে প্লাবিত নিম্নাঞ্চল, ফেরি পারাপার বন্ধ

ভারী বর্ষণ আর কর্ণফুলী নদীর জোয়ারে প্লাবিত হয়েছে বোয়ালখালীর নিম্নাঞ্চল। অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়ে ডুবে গেছে ফেরিঘাটসহ নদী তীরবর্তী এলাকা।

জোয়ারের পানিতে ফেরিঘাট প্লাবিত হওয়ায় বুধবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন ফেরি পরিচালনাকারী সাইদুর রহমান।

তিনি বলেন, নদীতে প্রবল স্রোত রয়েছে।

এছাড়া ফেরিঘাট ডুবে যাওয়ায় যানবাহন ফেরিতে উঠানামা করতে পারছে না। জোয়ারের পানি কমলে ফেরি চলাচল শুরু হবে।

এদিকে নদী তীরবর্তী কধুরখীল, পশ্চিম গোমদণ্ডী, শাকপুরা ঘোষখীল, পশ্চিম শাকপুরা এলাকা প্লাবিত হয়ে ডুবে গেছে রাস্তাঘাট। বাড়ির উঠোনে হাঁটু সমান পানি।

বোয়ালখালী পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী চরখিদিরপুর গ্রামের প্রকাশ বড়ুয়া ও সজল বড়ুয়া জানান, দুপুর থেকে জোয়ারের পানি বাড়তে শুরু করে। এরই মধ্যে ডুবে গেছে রাস্তাঘাট। বাড়ির উঠোনে হাঁটু সমান পানি উঠেছে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d