ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই রোহিঙ্গাসহ পাঁচজন আটক
মৌলভীবাজারের জুড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টায় দুই রোহিঙ্গাসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই রোহিঙ্গাকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করে।
রোববার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের এক বাজার থেকে স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। আটকদের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং তিনজন বাংলাदेशী নাগরিক রয়েছেন।
থানা সূত্রে জানা গেছে, ইমরান নামের এক দালালের মাধ্যমে জনপ্রতি আট হাজার টাকা চুক্তিতে তারা সীমান্ত অতিক্রম করেন। রোহিঙ্গা দুইজন কুমিল্লা সীমান্ত দিয়ে এবং বাংলাদেশি তিনজন খাগড়াছড়ির মাটিরাঙ্গা হয়ে ভারতে প্রবেশ করেন। পরে আগরতলায় ভারতীয় পুলিশের হাতে আটক হন এবং বিএসএফ তাদের জুড়ীর লাঠিটিলা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আটক দুই রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠানো হবে এবং তিন বাংলাদেশির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।