ভিশন ব্যারিয়ার স্থাপন হচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
চট্টগ্রাম: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ঘেঁষে নির্মাণ হচ্ছে ভিশন ব্যারিয়ার। সব ঠিক থাকলে এ মাসেই শেষ হতে পারে এ ব্যারিয়ার তৈরির কাজ।
মূলত স্টেডিয়াম ঘেঁষে নির্মিত ফ্লাইওভারের কারণে অরক্ষিত হওয়া খেলোয়াড়দের ড্রেসিং রুমের সুরক্ষায় এ ব্যারিয়ার ভিশন স্থাপন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, স্থানটিতে ব্যারিয়ার ভিশন না থাকায় সড়কের উপর দর্শকরা দাঁড়িয়ে থাকে।
এতে গাড়ি চলাচলের বিঘ্ন ঘটার পাশাপাশি দর্শকদের বিভিন্ন মন্তব্যে খেলোয়াড়দের বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। ফলে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল এই ব্যারিয়ার ভিশন আরো অন্তত দেড়শ ফুট বাড়ানোর জন্য। তাই বিসিবির এ অনুরোধের প্রেক্ষিতে এ ব্যারিয়ার ভিশন নির্মাণ করা হচ্ছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাসান বিন শামস বলেন, এই ব্যারিয়ার স্থাপনের জন্য আমাদের সব প্রস্তুতি সেখানে রাখা আছে। আরো প্রায় ১০০ ফুটের মতো কাজ বাকি। আর সে কাজটা চলতি মাসের মধ্যেই সম্পন্ন হবে। আর সেটা হলে সুরক্ষিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সবচাইতে গুরুত্বপূর্ণ স্থান ড্রেসিং রুম।