ভুয়া পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার
কক্সবাজার জেলার সদর উপজেলায় পুলিশ সুপার, জেল সুপার ও আইনজীবীসহ উর্ধ্বতন কর্মকর্তাদের ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে হুমায়ুন কবির (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঝিলংজা ইউনিয়নের শুকনাছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২ মার্চ) বেলা ১১টায় র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী এ তথ্য জানান।
গ্রেপ্তার হুমায়ুন কবির বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকার মৃত বদি আলমের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, হুমাইয়ুন কবির নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে কখনও পুলিশ সুপার, কখনও জেল সুপার, কখনও কখনও আইনজীবীসহ উর্ধ্বতন কর্মকর্তাদের ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করছে এমন অভিযোগ আসে আমাদের কাছে। এই তথ্যের ভিত্তিতে আমাদের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে তিনি তার অপরাধের কথা স্বীকার করেন। সে এই পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে শতাধিক মানুষের সঙ্গে প্রতরণা করেছেন।