ভূমিধসের আশঙ্কা চট্টগ্রাম অঞ্চলে
চট্টগ্রামে গত সোমবার গভীর রাত থেকে গতকাল সকাল ছয়টা পর্যন্ত বৃষ্টি হয় হয়েছে। এরপর বেলা ১১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এসময় গত ২৪ ঘণ্টায় ১৩৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে থেমে থেমে বৃষ্টির কারণে নগরীর কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়নি।
এদিকে, আজ চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রামসহ তিন বিভাগে অতিভারী বর্ষণের আভাস রয়েছে পাশাপাশি পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের শঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ২ আগস্ট সন্ধ্যা পর্যন্ত ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতিভারী (৮৯ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
তাপমাত্রা: গতকাল চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।
সূর্যাস্ত ও সূর্যোদয়: আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৪ মিনিটে।
জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম জোয়ারা শুরু হয় রাত ৩টা ২২ মিনিটে এবং প্রথম ভাটা শুরু হবে আজ সকাল ৯টা ৪০ মিনিটে। দ্বিতীয় জোয়ার বিকেল শুরু হবে বিকেল ৪টা ৩৫ মিনিটে এবং দ্বিতীয় ভাটা শুরু হবে রাত ১০ টা ২৩ মিনিটে। এসময় চট্টগ্রাম নদী বন্দরকে এক নম্বর নৌ-সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।