ভোটের একদিন আগে চন্দনাইশে রক্তক্ষয়ী সংঘর্ষ
চট্টগ্রামের চন্দনাইশে ভোটের একদিন আগেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।
সোমবার (২৭ মে) রাতে উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট, খাঁনহাট, দোহাজারী, বাগিচাহাট, চন্দনাইশ সদর ও বরকল এলাকায় দফায় দফায় সংঘর্ষে ঘটনা ঘটেছে ঘোড়া প্রতীকের প্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনু ও তাঁর প্রতিদ্বন্দ্বি মোটর সাইকেল প্রতীকের জসীম উদ্দিনের সমর্থকের মধ্যে। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায় নি।
এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোন পক্ষের অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রবিবার আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনুর প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন। এ আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দেয়ায় প্রার্থিতা ফিরে পেয়েছেন জুনু। সোমবার (২৭ মে) তাঁর রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেন।
একইদিনে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলামকে প্রত্যাহার করে ডিআইজি রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে ইসি। ভোটের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সেখানেই কাটাতে হবে সময়। তাঁর দায়িত্বভার দেওয়া হয়েছে পরিদর্শক (তদন্ত)কে। প্রতিদ্বন্দ্বী কয়েকজন প্রার্থীর অভিযোগ ছিল পক্ষপাততুষ্ট আচরণ করছিলেন ওসি ওবায়দুল ইসলাম।
এদিকে অভিযোগ রয়েছে ‘দণ্ড’ মাথায় নিয়ে প্রার্থী হয়ে প্রচারণার মাঠে জসিম উদ্দীন। রবিবার অর্থঋণ আদালতের বিচারক জসিম উদ্দিনের গ্রেপ্তারি পরোয়ানা তামিলের নির্দেশ দিয়েছিলেন। তবে তাঁর দাবি এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন তিনি।