ভোটে জিততে ‘লাশ ফেলার হুমকির’ অভিযোগ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনের এক প্রার্থীর বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার সামনেই ভোট জিততে প্রয়োজনে ‘এক শ লাশ ফেলার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবু আহমেদ চৌধুরী নামের ওই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
আবু আহমেদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলাম প্রামাণিক স্বাক্ষরিত শোকজে বলা হয়, ১ মে দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ শেষে চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহমেদ চৌধুরী অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসিম উদ্দিনের প্রতিনিধিকে একশ ব্যক্তির লাশ ফেলে দেব এবং নির্বাচনের সময় দেখে নেওয়া হবে মর্মে হুমকি প্রদর্শন করেন, যা উপজেলা পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালা-২০১৬-এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন। তাকে ২৪ ঘণ্টার মধ্যে শোকজের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে জসিম উদ্দিন বলেন, ‘তিনি (আবু আহমেদ চৌধুরী) রিটার্নিং কর্মকর্তার সামনে আমার প্রতিনিধিকে লক্ষ করে বলেন, প্রয়োজনে এক শ লাশ ফেলব। তার পরও আমি চেয়ারম্যান হব।’
এ বিষয়ে আবু আহমেদ চৌধুরী বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ। আমি বলেছি, আমি নিজের জীবন দিয়ে ভোটের পরিবেশ রক্ষা করব। আমি নোটিশের জবাব দিয়েছি।’
নোটিশের বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুজ্জামান বলেন, ‘প্রতীক বরাদ্দের পর আমাদের সামনে জসীম উদ্দিনের প্রতিনিধিকে হুমকি দেন আবু আহমেদ। এ ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না, তা উল্লেখ করে নোটিশ দেওয়া হয়। এখনো জবাব হাতে পাইনি।’