চট্টগ্রামলোহাগাড়া

মদপান করে রাস্তায় মাতলামি, লোহাগাড়ায় ৩ জনের দণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশায় মদপান করে রাস্তায় মাতলামি করায় তিনজনকে আটক করেছে চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল এই দণ্ড দেন।

দণ্ডিতরা হল- উপজেলার চুনতি ইউনিয়নের নাজির পাড়ার তজু মিয়ার পুত্র মো. আলম প্রকাশ ওয়ালেন (৬৩), পেঠানপাড়ার খলিল মেম্বারের পুত্র নেজাম উদ্দীন নেজাম (৪০) এবং আমিরাবাদ ইউনিয়নের শীলপাড়ার রবিন্দ্র রুদ্রের পুত্র সুমন রুদ্র (৩৮)।

জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনবিভাগ কার্যালয় এলাকায় সিএনজিতে মদপান করে ৩ জন মাতলামির দৃশ্য চোখে পড়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিমের।পরে অধিদপ্তরের এসআই পেয়ার হোসেন ও এসআই একেএম আজাদ উদ্দীন গাড়ি থামিয়ে ওই ৩ জনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d