মনোনয়ন পাচ্ছেন নানক-নাছিম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন। তাঁদের মনোনয়ন পাওয়ার বিষয়টি হাইকমান্ডে চূড়ান্ত হয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র চট্টলার বার্তাকে নিশ্চিত করেছেন। যে কোনো সময় জাহাঙ্গীর কবির নানক এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে সবুজ সংকেত দেওয়া হবে। তারা ইতিমধ্যেই তাদের নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে দেশে চলমান রাজনৈতিক সহিংসতা, বিএনপি জামায়াতের ষড়যন্ত্র এবং শেষ মুহূর্তে নির্বাচনে আসার সম্ভাবনা সহ নানা বাস্তবতা বিবেচনা করে মাঠের রাজনীতিবিদদের আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রধান বিবেচনায় আনা হচ্ছে। আর এ কারণেই এই দুইজন রাজপথের গুরুত্বপূর্ণ নেতা আগামী নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পেতে যাচ্ছেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য যে, এই দুইজনই ২০১৮’র নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়েছিলেন। ঢাকার মোহাম্মদপুর আসন থেকে জাহাঙ্গীর কবির নানকের বদলে সাদেক খানকে মনোনয়ন দেওয়া হয়েছিল। অন্যদিকে মাদারীপুরে বাহাউদ্দিন নাছিম মনোনয়ন পাননি।
তবে এই দুজন নেতা মনোনয়ন না পেলেও ওই সময় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ টিমের সদস্য হিসেবে সার্বিক নির্বাচন পরিচালনায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও পরবর্তীতে তারা রাজপথের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। বিশেষ করে বিভিন্ন সংগঠন গোছানো এবং সংগঠনের কর্মীদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই দুইজনই ২০১৮’র নির্বাচনের পর পদোন্নতি পান। জাহাঙ্গীর কবির নানক প্রেসিডিয়ামে অন্তর্ভুক্ত হন। আর বাহাউদ্দিন নাছিম সাংগঠনিক সম্পাদক থেকে যুগ্ম সাধারণ সম্পাদক হন। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে এই দুজন এখন নিউক্লিয়াস হিসেবে পরিণত হয়েছেন।
তারা দলের কর্মীদের সঙ্গে জনসম্পৃক্ত করা, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা এবং কর্মসূচি সফল করা ইত্যাদির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আওয়ামী লীগের নেতাদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা অনেক বেড়েছে। নানা বাস্তবতায় তাদেরকে এবার মনোনয়নের জন্য চূড়ান্ত করা হয়েছে বলে বিভিন্ন রাজনৈতিক সূত্রে জানা গেছে।
এর মধ্যে প্রথম কারণ হল এবারের নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের দিকে আন্তর্জাতিক বিশ্বের নজর থাকছে। বিশেষ করে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক না করুক এই নির্বাচন নিয়ে তারা নানারকম জলঘোলা করার চেষ্টা করবে। আর এ কারণেই রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে নির্বাচনের মাঠে রাখা জরুরি বলে মনে করছেন আওয়ামী লীগের নীতি নির্ধারক মহল।
দ্বিতীয়ত, এই ধরনের এই প্রার্থীদের জনপ্রিয়তা অত্যন্ত বেশি এবং তারা যদি নির্বাচনে প্রার্থী হন, তাহলে এই আসনগুলোতে কর্মীদের একটি জোয়ার তৈরি হবে। শুধু তাই নয়, এই আসনের ফলে অন্যান্য জায়গাগুলোতেও লোকজন ভোটমুখী হবে। তারা ভোটে দাড়ালে বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের সমালোচনা করার ক্ষেত্রটা প্রসারিত হবে। বিশেষ করে বিভিন্ন ইস্যুতে তাদের বক্তব্য রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আওয়ামী লীগের আগামী দিনের গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারক নেতা হিসেবে তাদের মনোনয়ন পাওয়াটা আওয়ামী লীগের জন্যই জরুরি।
সবকিছু মিলিয়ে মাঠের কর্মীদের এবার যে প্রাধান্য দেয়ার প্রবণতা দেখা দিয়েছে, তার ফলে শুধু জাহাঙ্গীর কবির নানক কিংবা আ ফ ম বাহাউদ্দিন নাছিম নন, আরও অনেক মাঠের নেতাও এবার মনোনয়ন পেতে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্র চট্টলার বার্তাকে জানিয়েছে।