জাতীয়

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের ভিড় ইসি ভবনে

নির্বাচন কমিশনের ভবনে এখন ভিড় মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের। মঙ্গলবার (৫ ডিসেম্বর) আপিলের জন্য মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ভিড় করছেন করেছে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে সোমবার (৪ ডিসেম্বর)। সারা দেশে ১৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অবৈধ ঘোষণা করা হয়েছে ৭৩১ প্রার্থীর মনোনয়নপত্র। গতকাল ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছিলেন, যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা ৫-৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন। ১০ ডিসেম্বর থেকে আপিল শুনানি শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

সে অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে আপিল দায়েরের প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় অবৈধ ঘোষিত প্রার্থীরা আসতে শুরু করেছেন নির্বাচন কমিশন ভবনে। আজ যারা প্রার্থিতা অবৈধ ঘোষণার বিরুদ্ধে প্রয়োজনীয় নথি জমা দেবেন শুধু সেসব প্রার্থীকেই টোকেন সংগ্রহ করতে বলেছে নির্বাচন কমিশন।

এদিকে আপিল প্রক্রিয়ার জন্য পুরো নির্বাচন কমিশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনেক প্রার্থী নিজ কার্যক্রমের সুবিধায় আইনজীবীদের সঙ্গে নিয়ে এসেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন ফরম যাচাই-বাছাই প্রক্রিয়া গতকাল শেষ হয়েছে। যাচাই-বাছাই শেষে দেখা গেছে, সর্বোচ্চ বৈধ প্রার্থী ঢাকায়, অবৈধ কুমিল্লায়।

ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি মনোনয়ন বৈধ হয়েছে ঢাকা অঞ্চলে। এখানে ৩১৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এই অঞ্চলে মনোনয়ন বাতিল হয়েছে ১১৪টি। ঢাকায় মোট মনোনয়ন দাখিল করেছিলেন ৪৩১ জন প্রার্থী। সবচেয়ে কম মনোনয়ন বৈধ হয়েছে ফরিদপুরে ৮০ জন প্রার্থীর। বাতিল হয়েছে হয়েছে ২৩ জন প্রার্থীর মনোনয়ন। এই অঞ্চলে মনোনয়ন দাখিল করেছিলেন মোট ১০৩ প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d