মহেশখালীর উপজেলা চেয়ারম্যান জয়নাল
প্রথমধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের মহেশখালীতে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদীন। দোয়াতকলম প্রতীকে তিনি পেয়েছেন ৩৮ হাজার ১২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টুপি প্রতীকের হাবিব উল্লাহ পেয়েছেন ৩৫হাজার ৮৫৯ভোট।
এছাড়া মোটরসাইকেল প্রতীকের আরেক প্রার্থী গোলাম কুদ্দুস চৌধুরী পেয়েছেন ৯ হাজার ৭০ ভোট।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বই প্রতীকের প্রার্থী আবু ছালেহ। তিনি পেয়েছেন ২৫হাজার ৬০৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মইন উদ্দিন তোফাইল উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৬৭ ভোট।
৪৫ হাজার ৮০৭ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের প্রার্থী মনোয়ারা কাজল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে মিনুয়ারা মিনু পেয়েছেন ২৬ হাজার ৯৪১ ভোট।
বুধবার (৮মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন এবং তাতে বেসরকারিভাবে এ তিনজনকে বিজয়ী ঘোষণা করেন।
তিনি জানান, মহেশখালী উপজেলায় এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ২ লাখ ৫৭ হাজার ৪৫৮ ভোট। তার মধ্যে ভোটগ্রহণ করা হয়েছে ৮৫ হাজার ৬৭২ ভোট অর্থাৎ মোট ভোটের শতকরা ৩৩.২৮ শতাংশ।