মাঝপথে বিকল ‘কক্সবাজার এক্সপ্রেস’, চার ঘণ্টা পর ফের যাত্রা
কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ মাঝপথে বিকল হয়ে গেছে। সোমবার দুপুর ১টার দিকে কক্সবাজারের ইসলামাবাদ স্টেশনে ট্রেনটি বিকল হয়। পরে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ইঞ্জিন নিয়ে বিকেল ৫টার দিকে ডুলাহাজারা স্টেশন থেকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে।
চকরিয়া স্টেশনের স্টেশন মাস্টার ফরহাদ চৌধুরী বলেন, ‘ইসলামাবাদ স্টেশনে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ডুলাহাজারা স্টেশনে নিয়ে যায় ট্রেনটি। এর ঘণ্টাখানেক পর চট্টগ্রাম থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি বিকেল ৫টা নাগাদ যাত্রা শুরু করে চট্টগ্রামের উদ্দেশ্যে।’
এদিকে মাঝপথে ট্রেনের ইঞ্জিন বিকলের কারণে সময়ক্ষেপণের ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তাদের কেউ কেউ ঢাকা থেকে পরবর্তী গন্তব্যের অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন। বেশিরভাগ যাত্রী অগ্রিম টিকিট নিয়ে চিন্তিত হয়ে পড়েন।
হাসান নামের এক যাত্রী বলেন, ‘মাঝপথে ট্রেন বিকল হয়ে চার ঘণ্টারও বেশি সময় নষ্ট হয়েছে। আমরা কক্সবাজার আসার আগেই রাজশাহী যাওয়ার টিকিট করা ছিল। এখন গিয়ে বাস ধরতে পারবো কিনা জানি না।‘